অভিবাসীদের অধিকার সুরক্ষায় মিডিয়ার ভূমিকা শীর্ষক অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়েছে,সংলাপ শেষে একই দিনে সুরক্ষা ও সম্মান চাই দেশ গড়তে বিদেশ যাই এই স্লোগানে চকরিয়ায় উদ্বোধন হলো প্রবাসী তথ্য ও সেবা কেন্দ্র। শনিবার বিকেলে ৩টয় চকরিয়া পৌরসভা এর ৮ নাম্বার এলাকায় পিস সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে ফ্লিমস ফর পিস ফাউন্ডেশন। দ্যা এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় ও ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের আর্থিক সহযোগিতায় এই আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফ্লিমস ফর পিস ফাউন্ডেশন প্রকল্প সম্বনয়করী মারিয়াম প্রমার সঞ্চালনায় ও কক্সবাজার জেলা কোর্ডিনেটর এড. মারুফ বিন কবিরের শুভেচ্ছা বক্তব্যে এর মাধ্যমে সংলাপে সবাইকে স্বাগত জানান। সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার, ভুমি জনাব মোহাম্মদ আরফান উদ্দিন। এ সময় ফ্লিমস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী অভিবাসীদের সুরক্ষায় ঝুঁকি , এবং এর সমাধান কিভাবে মিডিয়া ভূমিকা রাখতে পারেন এই বিষয়ে একটি বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পেকুয়ার সমিতি ঢাকা এর সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো: ফখরুদ্দিন, চকরিয়া থানার এসআই মোহাম্মদ তাজুল ইসলাম, কক্সবাজার জেলা কৃষি কর্মকর্তা জনাব আনিসুজ্জামান বিপ্লব ও দেশ টিভির জেলা প্রতিনিধি ও টিটিএনের সম্পাদক সৌরভ দেব সহ চকরিয়া ও পেকুয়ার স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দুইজন প্রতারিত অভিবাসী তাদের বক্তব্য তুলে ধরেন।
বিদেশগমনের ক্ষেত্রে প্রতারণার শিকার হলে বা বিদেশে গিয়ে সমস্যায় পড়লে, বিনামূল্যে জিএমসি-এর কাছে অভিযোগ দাখিল করতে পারবে এবং প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সাথে
আমরা অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের জন্য অধিকার, সুরক্ষা এবং বিদেশগমনের প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ প্রবাসীরা যেন প্রতারণার ফাঁদে যাতে না হন এবং সঠিক তথ্যে নিয়ে বিদেশে যায় সেই লক্ষ্যে সেবা ও তথ্য দেওয়া হবে চকরিয়া প্রবাসী তথ্য সেবা কেন্দ্রে। অনুষ্ঠানে সবাইকে প্রবাসীদের অধিকার সুরক্ষায় একসাথে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করা হয়। কাউকে বাদ দিয়ে নয় সবাইকে সাথে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। পরবর্তীতে ফিতা ও কেক কেটে প্রবাসী সেবা ও তথ্য কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়।