• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবে’র শহিদের স্বরণে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি / ১৫২ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেস ক্লাবের শহিদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্বর বোধবার বিকাল ৩টায় ঈদগাঁও বাসস্টেশন একটি অফিসে ক্লাবের সাধারণ সম্পাদক মনছুর আলম’র সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি মিছবাহ্ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা শুরুতে কোরআন করেন প্রেস ক্লাবের সহ্ সভাপতি হাফেজ বজলুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, অর্থ সম্পাদক আজিজুর রহমান রাজু,
সহ-সভাপতি বজলুর রহমান, সর্বশেষ আলোচনা করেন ক্লাবের সভাপতি মিছবাহ উদ্দীন। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য আবু বক্কর ছিদ্দিক ও মোহাম্মদ ইসতিয়াক হাদি।

অনুষ্টানে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বাংলার দামাল ছেলেদের ত্যাগ তিতিক্ষা ও ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এ স্বাধীনতার নানান ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও বায়ান্নের ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বই ও চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত সকল ছাত্র জনতাসহ্ বাংলার সিংহ পুরষদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াও প্রার্থনা করা হয়।

সেই সাথে নব গঠিত এ প্রেস ক্লাবের সাংগঠনিক বিষায়দিক গুছিয়ে অতি দ্রুত ঈদগাঁও উপজেলায় সুন্দর ও নিষ্টার সাথে সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গিকারবদ্ধ হন নেতৃবৃন্দরা।


আরো বিভন্ন বিভাগের নিউজ