[এ.এম হোবাইব সজীব]
বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরবের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ।
১১ নভেম্বর রাত ১০ টার সময় মাতারবাড়ী পুরানবাজাস্থ ইউনিয়ন যুবলীগের অস্থায়ি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের যুব আন্দোলন এবং উন্নয়ন কর্মকান্ডের প্রগতির ধারাকে অক্ষুন্ন রেখে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে যুবলীগের নেতা-কর্মীরা অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে। গণতন্ত্র ও দেশের উন্নয়নের ধারাবাহিকা বজায় রাখতে যুবলীগকে আরো নীতিনিষ্ঠ ভূমিকায় অবর্তীণ হতে হবে।
মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, মহেশখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ সেলিমসহ অসংখ্যা নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যাক নেতা-কর্মীরা।