• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন

লকডাউন করতে গিয়ে দেখা গেছে রোগী শশুর বাড়িতে বেড়াতে গেছে | Channel Cox News

নিউজ রুম / ৫৩ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০

চ্যানেল কক্স ডেস্ক নিউজ :-

কক্সবাজার সদর উপজেলা খাদ্য গুদামের এক কর্মচারী করোনা পজিটিভ হয়েছে তাই প্রশাসন সেই বাড়ি লকডাউন করতে এসে দেখে সেই রোগী তার শশুর বাড়িতে বেড়াতে গেছে। ৩০ মে কক্সবাজার সদর থানা থেকে একদল পুলিশ সদর উপজেলা খাদ্য অফিসের নাইটগার্ড ছলিমুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়ায় তার বাড়ি লকডাউন করতে গিয়ে বিপাকে পড়ে কারন সেখানে রোগি নেই। পরে খোঁজ নিয়ে জানা গেছে ছলিমুল্লাহ বর্তমানে মহেশখালী কালারমারছড়ার ইউনুচখালীতে তার শশুর বাড়িতে আছে। পরে ছলিমুল্লাহর সাথে কথা বলে জানা গেছে। তার সে নমুনা দিয়েছিল ২৩ মে রিপোর্ট পজিটিভ আসে ২৯ মে এর মধ্যে ঈদের সময় সে কালারমারছড়ায় তার শশুর বাড়িতে যায়। যখন রিপোর্ট পজিটিভ জানতে পারে তখন সেখানেই হোম আইসোলেশনে আছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ