• রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

রামুর কাউয়ারখোপে আরো একটি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মোস্তাক আহাম্মদ চেয়ারম্যান | সি কক্স নিউজ

নিউজ রুম / ১২ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২০

সংবাদদাতা:

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে আরো একটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ। উন্নয়নের মহাযজ্ঞে এই কাজটি কাউয়ারখোপ ইউনিয়নের চলমান উন্নয়নে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলো।

জানা যায়, আজ ৩১ মে (রবিবার) রামু উপজেলার মধ্যম কাউয়ারখোপ ৪ নং ওয়ার্ডের পাহাড়পাড়ায় মোহেছনার বাড়ি থেকে মনির আহমদের বাড়ি পর্যন্ত রাস্তায় ব্রীকসলিং দ্বারা উন্নিত কাজের উদ্বোধন করেছেন স্থানীয় চেয়ারম্যান মোস্তাক আহমদ। এই রাস্তাটি উন্নয়নের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। আজ তাদের দাবি পুরন হওয়ায় স্থানীয় চেয়ারম্যান মোস্তাক আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

রাস্তার কাজ উদ্বোধন কালে চেয়ারম্যান মোস্তাক আহমদ বলেন, এলাকার উন্নয়নের জন্য আমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সহযোগিতায় কাউয়ারখোপে উন্নয়নের ধারা অব্যহত আছে। এলাকার মানুষ পাশে থাকলে আমি কাউয়ারখোপ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করবো। আমি উন্নয়নের ধারা চলমান রাখতে সকালের দোয়া কামনা করছি।

উদ্বোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউয়ারখোপ ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক ছলিম উল্লাহ, অর্থ সম্পাদক নুরুল আফসার, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, ওমরা খান সহ স্থানীয় জনসাধারণ।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ