• সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

রামুর বৌদ্ধ বিহারে আগুন দিলেন মাস্ক পরা যুবকরা

শাহীন মাহমুদ রাসেল / ১২২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

পেছনের দরজা থেকে বের হয়ে আগুন দেখে চিৎকার দিলে এলাকার লোকজন এসে আগুন নেভানো শুরু করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের দেড়শো বছরের পুরোনো কাঠের তৈরি ‘উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং)’ পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রাত ২টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এসময় বৌদ্ধ বিহারের ভেতরে অবস্থানকারীরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বৌদ্ধ বিহারটির ভেতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। সিসিটিভির ফুটেজে দেখা যুবক এবং ফোনে ফায়ার সার্ভিসকে মিথ্যা তথ্য দেয়া ব্যক্তিকে শনাক্ত করলে সব পরিষ্কার হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ