• সোমবার, ১৩ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

ইউপি সচিবদের পিপিই দিলেন চকরিয়ায় উপজেলা চেয়ারম্যান সাঈদী

নিউজ রুম / ৩৪ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

মোঃ নাজমুল সাঈদ সোহেল,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদে কর্মরত ইউপি সচিবদের স্বাস্থ্য সুরক্ষায় পারসোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) দিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

বৃহস্পতিবার (২৩এপ্রিল) বিকালে উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সচিবদের মাঝে সুরক্ষা সামগ্রী পিপিই হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা সচিব সমিতির সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ সচিব ফয়সাল উদ্দিন আহমদের হাতে সুরক্ষা সামগ্রী পিপিই তুলে দেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী।

চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, উপজেলার ১৮ ইউনিয়নের সচিবগণ নিত্যদিন বিরামহীন ভাবে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের মাঝে অত্যন্ত ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পরিষদ থেকে পিপিই বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ সময় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব মো: হুমায়ুন কবির, বরইতলী ইউনিয়ন পরিষদের সচিব এস এম নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ