• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

করোনায় মারা গেলেন কক্সবাজারের সাংবাদিক মোনায়েম খান l চ্যানেল কক্স ডট কম

নিউজ রুম / ২৭ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার
করোনা শনাক্ত হওয়ার এক সপ্তাহের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান।

রবিবার (৭ জুন) বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

আবদুল মোনায়েম খান দ্য ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি। এর আগে দীর্ঘদিন ডেইলি সান পত্রিকায় কাজ করেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় পত্রিকার সম্পাদনা করেন আবদুল মোনায়েম খান। তিনি কক্সবাজার শহরের তারাবনিয়ারছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ ছেলে।

গত ৩১ মে তার করোনা শনাক্ত হয়। ছেলে কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মোহাইমেনের রিপোর্টও পজিটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হলে ১ জুন রাতে মোনায়েম খানকে উখিয়া আইসোলেশন সেন্টারে নেয়া হয়।

চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে গত ৩ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রথম দিক তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিলো। শরীরে অক্সিজেন সিসুরেশনের মাত্রা ৬০-৪০ এ উঠা নামা করছিলো। যা সুস্থ মানুষের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ৯৩ দরকার।

পরে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনের সহায়তালে হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করা হয়। রোববার বেলা ২টার পর আইসিইউতে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরে মারা যান সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান।

এদিকে, সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনছার হোসেন।

তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ