• শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

কক্সবাজারে হেলপ ফর ডেপ্রাইভড ফাউন্ডেশনের কম্বল বিতরণ

বার্তা পরিবেশক / ২৫ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবী প্লাটফর্ম হেলপ ফর ডেপ্রাইভড ফাউন্ডেশনের উদ্যোগে ১২জানুয়ারি মঙ্গলবার বিকাল ৩টায় কক্সবাজার জেলার ঈদগাওয়ের ইসলামপুর এলাকায় ৫০ জন এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে হেল্প ফর ডিপ্রাইভড ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদুল হাসান ছোটন বলেন, অামাদের সেচ্ছাসেবী এই ফাউন্ডেশন সারাদেশে শিক্ষা, সংস্কৃতি ও সামজিক উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে রীতিমত। এবারের শীতে সুবিধাবঞ্চিত মানুষদের শীতের কষ্ট থেকে বাঁচাতে দুই হাজার কম্বল বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজার সদর উপজেলার নতুন অফিস সংলগ্ন এতিম শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে এই কম্বল তুলে দেয়া হলো।

তিনি অারো বলেন, অামরা নানাবিধ সামাজিক ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে তৃণমূলের সুবিধা বঞ্চিত মানুষের জন্য করার চেষ্টা করি।
এসম উপস্থিত ছিলেন জুনায়েদ অাহমদ ও এলাকার সামাজিক লোকজন।

এ দিকে এতিম শিক্ষার্থীদের কম্বল বিতরণ করায় এলাকার লোকজন হেলপ ফর ডেপ্রাইভড ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ