• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন

প্রায় ৭ মাস পর ওসি প্রদীপকে কক্সবাজার কারাগারে স্থানান্তর

Md. Nazim Uddin / ১৪ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

চ্যানেল কক্স ডটকম ডেস্ক:

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গ্রেফতার টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রাম কারাগার থেকে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ওসি প্রদীপকে দুদকের একটি মামলায় হাজির করতে চট্টগ্রাম কারাগারে আনা হয়েছিল। প্রায় সাত মাস পর তাকে আবার কক্সবাজারে স্থানান্তর করা হচ্ছে।’

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।

এরপর ৬ আগস্ট প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। সেই থেকে ওসি প্রদীপ কারাভোগ করছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ