• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

মেসি-নেইমারদের নতুন কোচ গালতিয়ের

ডেক্স নিউজ / ২৮ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

গুঞ্জন অবশেষে সত্যি হলো। মাওরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা পরই ক্রিস্তফ গালতিয়েরকে নতুন কোচ নিয়োগের ঘোষণা দিল পিএসজি। নিসের সাবেক কোচ গালতিয়েরের সঙ্গে দুই মৌসুমের চুক্তি করেছে পিএসজি। তার মেয়াদ শেষ হবে ২০২৪ সালের জুনে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
পচেত্তিনোর জায়গায় ফরাসি মহাতারকা জিনেদিন জিদানকে কোচ হিসেবে পেতে চেয়েছিল পিএসজি। কিন্তু জিদান লিগ ওয়ানের কোনো দলের কোচ হতে অস্বীকৃতি জানান। শোনা যায়, ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নাকি জিদানকে অনুরোধ করেছিলেন পিএসজির কোচ হতে। তাতেও কাজ হয়নি। তারপরই পিএসজি গালতিয়েরের সঙ্গে আলোচনা শুরু করে।

২০২১ সালে পিএসজির কোচ হওয়ার পর ২০২০ সালে ফরাসি সুপার কাপ, ২০২০-২১ মৌসুমের ফরাসি কাপ এবং সদ্য শেষ হওয়া মৌসুমে দশম লিগ শিরোপা জিতিয়েছেন পচেত্তিনো। কিন্তু আসলে জায়গাতেই তিনি ব্যর্থ। যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য প্রচুর টাকা খরচ করে বড় বড় তারকা আনছে পিএসজি, সেই শিরোপা অধরাই থেকে যায়। শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছে হারের পরই পচেত্তিনোর ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো।


আরো বিভন্ন বিভাগের নিউজ