• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

ঈদগড় বাজারবাসী ঝুকিপূর্ণ শিশুগাছের আতংকে

নিউজ রুম / ১৩৫ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

সংবাদদাতা:-

রামু উপজেলার ঈদগড় বাজারে বিশাল শিশু(গুন) গাছটি অর্ধেকের বেশি শুকিয়ে গেছে।
উক্ত গাছের মরা ডালের কারণে ঝুঁকিতে রয়েছে প্রায় ৩০ জন দোকানদারসহ ক্ষুদ্র ব্যবসায়ী,ক্রেতা ও পথচারী।
উক্ত গাছের পাশে রয়েছে বিদ্যুতের লাইন সামান্য বাতাস কিংবা এমনিতেই বিশাল আকৃতির (গুন) শিশু গাছটির মরা ডালপালা ভেঙ্গে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা এবং প্রাণহানী।
ঈদগড় বাজারের পূর্বপার্শ্বে বিশাল আকৃতির এই গুন গাছটির অবস্থান।গাছটির প্রতিটি ডালপালা বিশাল এরিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে।তার মধ্যে অনেক ডালপালা (মরা) শুকিয়ে গেছে। সেই গাছের নিঁচে রয়েছে সরকারী ভাবে নির্মিত প্লাটফর্ম ও যাতায়াতের রাস্তা। প্লাটফর্ম ও খোলা জায়গায় বসে প্রায় ৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী কাঁচা তরি তরকারি ও শুটকি মাছ বিক্রি করে থাকে। ক্রেতা বিক্রেতা মিলে প্রতি দিন শত শত মানুষ এই গাছটির নিচে দিয়ে যাতায়াত ও অবস্থান করে থাকে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গাছটি মরা ডাল পালা পড়ে টিনের চাল নষ্ট হচ্ছে এবং যে কোন মূহুক্তে বড় ধরণের দূর্ঘটনা হতে পারে বলে মন্তব্য করেন।

গাছটি সরকারী ভাবে কেটে ফেলে নতুন গাছ রোপন করলে সরকার যেমন রাজস্ব পাবে তেমনি ব্যবসায়িরাও নিরাপদে ব্যবসা করতে পারবেন
স্থানীয় চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো কাজ থেকে জানতে চাইলে তিনি জানান গাছটা কেটে পেলা দরকার তবে প্রশাসনিক ভাবে একটু সমস্যা আছে প্রশাসনিক অনুমতি পেলে গাছটি কাটা হবে।
বাজারবাসী দুর্ঘটনা এড়াতে বিশাল আকৃতির এই ঝুকিপূর্ণ শিশু গাছটি ঝুকি মুক্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ