• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের ২য় ধাপে ০৩ দিন ব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষণ কোর্স কউক সভাকক্ষে শুরু

বার্তা কক্ষ / ১৫৮ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৩ জুন, ২০১৯

প্রেস বিজ্ঞপ্তি :

গত ২১ জুন ২০১৯ তারিখ সকাল ৯.৩০ টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের ২য় পর্যায়ে ০৩ (তিন) ব্যাপী সঞ্জিবনী প্রশিক্ষণ কোর্স শুরু হয়। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) আবু জাফর রাশেদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: আফজাল হোসেন, অতিরিক্ত সচিব (প্রশাসন), গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: ছিদ্দিকুর রহমান, উপসচিব, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, সদস্য (প্রকৌশল), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ; সুবোধ চন্দ্র ঢালি, উপসচিব, গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়, মো: সোহেল আহমদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

উক্ত প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ড. মো: মনিরুল হুদা, যুগ্ম সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মো: জিল্লুর রহমান, উপসচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ