মোহাম্মদ আমিন টেকনাফ:
টেকনাফে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। ২৬ জুন বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, তিনি বলেন,যারা মাদক কারবারে জড়িত তাদের কোন ধরনের ছাড় নেই, তারা ধরা পড়বেই। তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন এবং তাদের ব্যাপারে আপনারা আমাদের তথ্য উপাত্ত দিয়ে সহযোগীতা করুন।
তিনি আরো বলেন, মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদক কারবারিরা অর্থ, এয়ানকন্ডিশনসহ বিভিন্ন ধরনের অনুদান প্রত্যাহার করুন।
এছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠানে একদিন আধা ঘন্টা মাদকের বিরুদ্ধে শিক্ষার্থী পাঠদানের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা ম্যাজিষ্ট্রেট শাহাজান আলী, বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোঃ আদিবুল ইসলাম, ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফায়সল হাসান খাঁন, র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমন্ডার আজিম আহমদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারের (সার্কেল) সোমেন মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র হাজী মো. ইসলাম, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।
সভায় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের সদস্য ও সাবেক টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওঃ ফেরদৌস আহমদ জমিরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বশর, বিজিবির মেজর রুবায়াৎ করিম প্রমূখ।