বিশেষ প্রতিবেদক :
এসআই সাজেদ কামাল বর্তমানে চট্টগ্রাম ইপিজেড ফাড়িঁর আইসির দায়িত্বে আছেন। বিভিন্ন সময় মাদক বিক্রেতা, সেবন কারী, সন্ত্রাস, ছিনতায়কারী,অস্ত্র ব্যবসায়ী, জুয়ার আসর সহ অনেক অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন।
গত ২৭\০৬\২০১৯ তারিখ বৃহঃবার চট্টগ্রামের সিএমপি কমিশনার মাহবুবর রহমানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানে এসআই সাজেদ কামাল সহ আরো চার জনকে বেস্ট বিট অফিসার এর সম্মাননা পদক দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।
এছাড়াও সাংসদ ডা. আফসারুল আমিন চৌধুরী এবং এমএ লতিফ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কমিউনিটি পুলিশিং নগর কমিটির সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।