• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন

করোনা দূর্যোগে জেদ্দা প্রবাসী মানব কল্যাণ সংগঠনের ত্রাণ বিতরণ | ChannelCox.com

নিউজ রুম / ২০ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক সমস্যা করোনা সংকটের কারণে সারাদেশে লকডাউন ঘোষণা করেন সরকার। এই জন্য কর্মহীন হয়ে পড়ে দেশের অনেক মানুষ।

তাই দেশের কথা চিন্তা করে ঈদগাঁও ভোমারিয়া ঘোনার কিছু যুবক জেদ্দা প্রবাসী মানব কল্যাণ সংগঠনের ব্যানারে এলাকার অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতায় এগিয়ে আসেন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে ভোমারিয়াঘোনার কিছু তরুণদের মাধ্যমে প্রবাসী কর্তৃক পাঠানে ত্রাণ সামগ্রী কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষদের ঘরে ঘরে পৌঁছে দেন।

উক্ত সংগঠনের দেওয়া ত্রাণের প্যাকেজে ছিল চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ আলু।

জেদ্দা প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সভাপতি/সম্পাদক জানান, বিশ্বের এই কঠিন মুহূর্তে প্রবাসীরা শত কর্মব্যস্তার মাঝেও দেশের সামাজিক দ্বায়বদ্ধতা এড়িয়ে যায়নি, দুস্থ-অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে, আমি মনে করি আমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে এরকম অসহায় হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়াবে।

তিনি এই ত্রাণ বিতরণ যারা সহযোগিতা করেছেন সকল কে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ