• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

মহেশখালীতে জোয়ারের পানির তোড়ে ভাঙছে ঘর-বাড়ি, কাঁদছে মানুষ | ChannelCox.com

নিউজ রুম / ২৯ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

ইয়াছিন আরাফাত,মহেশখালী:

মহেশখালী উপজেলার উপদ্বীপ মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় খোলা এলাকা দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানির তোড়া তলিয়ে গেছে ঘর-বাড়ি। ফলে ভাঙছে ঘর-বাড়ি, কাঁদছে অসহায় মানুষ। বলতে গেলে দ্বীপের ৮০ হাজার মানুষ জোয়ার পানির আতঙ্কে দিনাতিপাত করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুর ২ টার সময় প্রবল বর্ষণে অস্বাভাবিক বঙ্গোসাগরের জোয়ারে পানি লোকালয়ে প্রবেশ করলে লোকজনের দুর্ভোগ চরমে পৌঁছে। জোয়ারের পানির তোড়ে ভেঙে গেছে ১০ থেকে ১৫ টির মত ঘরবাড়ি ও শত শত গাছপালা। ভেসে গেছে ঘর বাড়ির আসবাব পত্র।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রশিদ বলেন, সাইরার ডেইলের দক্ষিণ পশ্চিমে কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাথরের বেড়িঁবাধের সাথে পানি ধাক্কা খেয়ে ঘুরে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে। দ্বীপের পশ্চিমে ভাঙন কবলিত এলাকা দিয়ে গত চার মাস ধরে জোয়ারের পানি ঢুকছে আর বের হচ্ছে এতে কারোও মাথা ব্যথা নাই।

জানা যায়, উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় প্রতিনিয়ত খোলা এলাকা দিয়ে জোয়ারের পানি উঠানামা করছে। মঙ্গলবার জোয়ারের পানিতে ঘরবাড়ি রাস্তাঘাট তলিয়ে যায়। স্থানীয়দের ভোগান্তি বৃদ্ধি পায়।

সাইরার ডেইল জালিয়া পাড়ার বাসিন্দা ছোনোয়ারা বলেন, এখন জোয়ারের পানিতে আমাদের ঘর-বাড়ি তলিয়ে গেছে। আমরা খোলা আকাশের নিচে বসবাস করছি। অন্তত চলতি বর্ষা মৌসুমে জোয়ার পানি থেকে রক্ষা করতে জিও টিউব দিয়ে হলেও খোলা এলাকাটিতে বাঁধ নির্মাণ আমাদের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি টেকসই বেঁড়িবাধ নির্মাণের দাবিতে স্থানীয় এলাকাবাসির ব্যানারে একটি মানববন্ধন করলে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরির্দশনে এসে জিও টিউব দিয়ে বাঁধ নিমার্ণের বাণী শুনিয়ে চলে গেলে কাজের কাজ কিছু হয়নি এমনটি দাবি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের।

স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, জোয়ারের পানিতে বাড়িঘর-ভাসছে। এছাড়া জেলেপাড়া ও ষাইট পাড়া এলাকায়ও জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবিত হয়েছে। এটি মাতারবাড়িবাসীর মানুষের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে বিষয়টি অবগত করা হয়েছে। তাঁরা ভাঙন এলাকাটি কয়েকবার পরির্দশন করেছে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. সালমান চ্যানেল কক্স কে বলেন, মাতারবাড়ি সাইরার ডেইল জালিয়া পাড়া কিছু পরিবারে পানির তোড়া ভেঙে গেছে শুনেছি। তবে জেলে পাড়া গ্রামটি বেঁড়িবাধের বাইরে তার পরেও জিও টিউব দিয়ে পানি ধাক্কা ঠেকানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবিত অনুমোদন হাতে আসলে কাজ শুরু হবে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ