• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

ইসলামপুরে পানিতে ডুবে মারা গেল লবণ শ্রমিক মোর্শেদ, এলাকাতে শোকের ছায়া l ChannelCox.Com

নিউজ রুম / ২২ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

মনছুর আলম :

কক্সবাজার সদর ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিত খালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা শামশুল আলমের ছেলে মোর্শেদ লবণ বহন করতে গিয়ে পানিতে পরে মারা যায়।

২৯ আগষ্ট (শনিবার) ইসলামপুর কৈলাসের ঘোনা নামক জায়গাতে এই ঘটনা ঘটে।

জানা যায় অদ্য তারিখ ভোর ৬টায় স্থানীয় মাঝি নুরুল হুদার নেতৃত্বে ২০/২৫ জন শ্রমিক লবণ বহনের কাজ করতে যায়, দুপুর ২টার সময় তাদের কাজ শেষ হয়, কাজের শেষে সাথে থাকা সহকর্মীরা নিজ নিজ বাসায় চলে আসে। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় নতুন অফিস বাজারে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য তাকে খুঁজে পাওয়া না গেলে পরে সহকর্মীরা তার বাসা খবর নিলে বাসা আসেনি বলে জানায়, পরে এক দল শ্রমিক তাকে খুঁজতে গেলে কৈলাসঘোনা লবণ মাঠের একটি ছোট কোপের মধ্যে তাকে মৃত অবস্থা পাওয়া যায়, সহকর্মীর সহযোগীতায় তাকে তার বাসা নিয়ে আসে হয়।

পরে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তার বাসায় গিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত করে ঘটনাটি নিশ্চিত করেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান মৃত মোর্শেদ পানিতে পড়ে মারা যায়, আমরা তার শরীরের সমস্ত জায়গা চেক করে পানিতে পড়ে মারা গেছে এমন আলামত পাওয়া যায়, আরো জানা যায় সেই সাঁতার জানে না এবং মৃগী রোগে আক্রন্ত ছিল জানান তার বাবা।

তার মরণের কথা শুনে পুরো এলাকায় শোকের ছায়া বয়ে যাচ্ছে মানুষ তার মৃত্যুকে মেনে নিতে পারছে না।


আরো বিভন্ন বিভাগের নিউজ