• রবিবার, ০৫ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ন

রশিদ নগরে হত-দরিদ্র ৭০০ জনের মাঝে WFP এর ২৫০০ টাকা করে বিতরণ | ChannelCox.com

নিউজ রুম / ১৫ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

এম.এইচ আরমান:

“কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে” মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে WFP কতৃক স্থানীয় জনগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদানের প্রথম কিস্তি হিসাবে ৭০০ জনকে ২৫০০ টাকা করে রামুর রশিদ নগর ইউনিয়নে প্রদান করা হয়।

(৩১ শে আগষ্ট) সোমবার দুপুর ১টার দিকে ইউপি সচিব সাইফ উদ্দিন মাহমুদ খালেদের সঞ্চালনায়: ১১ নং রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি.শাহ আলমের সভাপতিত্বে টাকা বিতরন অনুষ্টান শুভ সুচনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

এতে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সরওয়ার উদ্দীন,উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী ক্যা চাইঁ চাক,রামু থানা পুলিশ, সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ,আনসার ভিডিপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে WFP এর আর্থিক অনুদানের ২য় দফা আগামী ১ মাস পরে বিতরন করা হবে বলে জানান WFP কর্তৃপক্ষ।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ