• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

কুতুবদিয়া রক্ষায় টেকসই ও পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন | ChannelCox.com

নিউজ রুম / ১৩ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কাইছার সিকদার:

বেড়িবাঁধ না থাকায় চরম কষ্টে দিনাতিপাত করছে কুতুবদিয়ার লক্ষাধিক মানুষ। সরকারের বারবার বরাদ্দ থাকলেও কতিপয় দূর্নীতিবাজ ঠিকাদারের গাফিলতির কারণে বর্ষা আসলে পানি বন্দী থাকতে হয় অসহায় কুতুবদিয়াবাসিকে। তাই সেনাবাহিনীর তত্বাবধানে কুতুবদিয়ার চার পাশে দ্রুত টেকসই ও পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন দ্বীপের ভুক্তভোগী সর্বস্থরের জনসাধারণ৷

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কায়সারপাড়া ভাঙ্গা বেড়িবাঁধ এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

“ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই” এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু ও পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান” এর আয়োজনে ও কক্সবাজারস্থ কুতুবদিয়া নাগরিক পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ মানুষের পাশাপাশি কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব, এনজিও সংস্থা ইপসা, আমরা কুতুবদিয়াবাসী, কুতুবদিয়া স্টুডেন্টস ইউনিফিকেশন, কুতুবদিয়া সর্বস্তরের জনসাধারণ, এম হোছাইন লাইব্রেরী সহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে নেতাকর্মী ও হাজারো ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন।

“উই ক্যান” এর সমন্বয়ক ওমর ফারুক জয় এর সভাপতিত্বে সাংবাদিক এহসান আল কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কুতুবদিয়া নাগরিক পরিষদের সভাপতি সরওয়ার আলম চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসকে লিটন কুতুবী, সাধারণ সম্পাদক মো.শাহাদত হোছাইন, ইউপি সদস্য মনসুর রাব্বি, ছলিম উল্লাহ, স্টুডেন্ট ইউনিফিকেশন এর সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সচেতন নাগরিকের পক্ষে সোহেল রানা সহ আরো অনেকে।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ