• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

ডাকাতের হামলায় নিহত শিল্পী জনির পরিবারকে প্রধানমন্ত্রীর ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর | ChannelCox.com

নিউজ রুম / ২৬ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

আবদুল মালেক সিকদার,রামু:

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতের হামলায় নিহত হওয়া আলোচিত শিশু শিল্পী জনি দে রাজের পরিবারকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী মানবতার মা ও বঙ্গকন্যা শেখ হাসিনা কর্তৃক অনুদানের ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ মোস্তাকসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

রবিবার (২৫ অক্টোবর) বিকালে ঈদগড় বাজারে চেক হস্তান্তর অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেন। এসময় ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালির সভাপতিত্বে সাংবাদিক হামিদুল হক চৌধুরীর পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান জনাব খাঁন বাহাদুর মোস্তাক আহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও নারী সাংসদ কানিজ ফাতেমা আহমদ মোস্তাক, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শামশুল আলম মন্ডল, ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নুরুল আলম, সাধারণ সম্পাদক কায়েস বাঙ্গালি, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, জেলা আ’লীগ নেতা ইঞ্জিনিয়ার বদিউল আলম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, রামু উপজেলা আওয়ামিলীগের সদস্য সাংবাদিক আব্দুল মালেক সিকদার, ইসলামপুর আ’লীগের সাধারণ সম্পাদ শাহজাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন প্রমূখ।

এতে সাংসদ কানিজ ফাতেমা আহমদ বলেন, এ সড়ক দিয়ে নিরাপদে যাতায়াতের জন্যে যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি একই ঘটনায় নিহত হওয়া ঈদগাহ মাইজ পাড়া এলাকার মোঃ কালুর পরিবারকে ও প্রদানমন্ত্রীর নজরে এনে সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য- শিল্পী জনি দে রাজ চট্টগ্রামের পটিয়া থেকে গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরার পথে ৮ অক্টোবর সকাল ৮ টা ১৬ মিনিটের দিকে ডাকাতের হামলায় ঘটনা স্থলে নিহত হন। পরে একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন ঈদগাহ মাইজ পাড়া এলাকার মোঃ কালু। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারে নি প্রশাসন।

Channel Cox News.


আরো বিভন্ন বিভাগের নিউজ