নিজস্ব প্রতিবেদকঃ মহেশখালীতে আত্মসমর্পণকারী ৪৩ জন জলদস্যুকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার ২৯ এপ্রিল কক্সবাজার জেলা কারাগারের সামনে রিজার্ভ গার্ড কক্ষে কারাগারে থাকা জলদস্যুদের প্রতিনিধিদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ সহায়তার চেক হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রদানকৃত এ সহয়তা তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ ব্যাংক হিসাবের অনূকূলে চেক প্রদান করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জলদস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যস্থতাকারী ও চ্যানেল-২৪ এর জ্যেষ্ঠ প্রতিবেদক এম. এম আকরাম হোসাইন।তিনি জানান, গত বছরের ২০ অক্টোবর ৪৩ জন জলদস্যূ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হাতে আত্মসমর্পণ করেন। এতে তাদের প্রত্যককে এক লাখ টাকা করে মোট ৪৩ লাখ টাকা সরকারিভাবে প্রদান করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে র্যাব-১৫ এর এএসপি মাহমুদুল হাসান মামুন, জেল সুপার বজলুর রশিদ আখন্দ, ডেপুটি জেলার মনির হোসেন, জলদস্যুদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।