বিশেষ প্রতিনিধি : উখিয়া ইনানী এলাকার মেরিন ড্রাইভ সড়ক থেকে জসিম উদ্দিন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুলাই) দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ইনানী পুলিশ ফাঁড়ি।
নিহত জসিম উদ্দিন মনখালি এলাকার মৃত সিদ্দিক মেম্বারের ছেলে। সে পেশায় একজন মৎস্যজীবী বলে স্থানীয়রা জানিয়েছে।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, মেরিন ড্রাইভ সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের ডান পায়ে কাটা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পারিবারিক বিরোধ বা পূর্ব কোন শত্রুতার কারণে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি আবুল মনসুর। তিনি সঠিক কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।