• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

কক্সবাজারে প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে ১০৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ

নিউজ রুম / ১৩ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

মো. রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অন্য দশটি পেশার চেয়ে এ পেশার সম্মান অনেক বেশি। মেধাবী, পরিশ্রমী ও নির্লোভ লোকেরাই এ পেশায় শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। তিনি সাংবাদিকদের সাহস নিয়ে সত্য লেখার আহ্বান জানান।
সাইমুম সরওয়ার কমল আজ বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য পৃথক ভেন্যুতে ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মোঃ আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম, সহকারী প্রশিক্ষক বারেক হোসেন কায়সার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম ও এডভোকেট আয়াছুর রহমান। শেষে ১০৫ জন প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে সংবাদ ও ফিচার লেখার কলাকৌশল, অনুসন্ধানী সাংবাদিকতা, সাক্ষাৎকার কৌশল ও সাংবাদিকতার মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দেয়া হয়। প্রশিক্ষনে কক্সবাজার সদরের ঈদগাঁওতে থেকে ঈদগাঁও নিউজ ডটকমের চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিমসহ তিনজন অংশ নেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ