• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় পুলিশ সাংবাদিক শিক্ষকসহ সকলের স্বতস্ফূর্ত করোনার টিকা গ্রহণ

Md. Nazim Uddin / ১৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশের ন্যায় গত (৭ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় কোভিড-১৯ করোনার টিকাদান কর্মসূচী৷ উৎসব আমেজে স্বতস্ফূর্তভাবে টিকা নিচ্ছেন পুলিশ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ জনগন৷ প্রথমদিনে জেলা আ’লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত কে টিকা প্রদানের মধ্যদিয়ে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়৷

দ্বিতীয়দিন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সহ পুলিশ বাহিনীর সকল সদস্য টিকা গ্রহণ করেন৷ চতুর্থদিনে সাংবাদিক কাইছার সিকদার সহ ২০০ জন লোক টিকা গ্রহণ করেন৷

উঃপঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, প্রথমধাপে কুতুবদিয়ায় মোট ১৪৭৯ জনকে করোনার টিকা প্রদান করা হবে৷ ৭-১০ (ফেব্রুয়ারী) পর্যন্ত পর্যায়ক্রমে ৩০, ৯০, ১৮১, ২০০জন সহ বিভিন্ন পেশাজীবী মোট ৫০১জন লোক টিকা গ্রহণ করেছেন৷ টিকা গ্রহণকারীদের কারোকাছে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, সবাই সুস্থ আছেন৷ সকলের স্বতস্ফূর্ত টিকা গ্রহণে আমরা আনন্দিত এবং এতে সহসায় প্রথম ধাপের টিকা দানের লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

সাংবাদিক কাইছার সিকদার বলেন, সকলে সচেতন হোন, কারো গুজবে কান দিবেন না, টিকা নিয়ে নিরাপদে থাকুন৷ প্রশাসন ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা শুরুতেই টিকা নিয়েছেন যাতে কোন সংশয় না থাকে৷ আমি ও রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে টিকা গ্রহণ করেছি কোন সমস্যা হয়নি, সম্পূর্ণ সুস্থ আছি৷ সুতরাং যে কেউ টিকা নিতে পারেন তাতে দ্বিধা দ্বন্দ্বের কোন অবকাশ নেই৷


আরো বিভন্ন বিভাগের নিউজ