• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় শেড এনজিও কর্তৃক IMCN এবং CMAM কার্যক্রমের উদ্বোধন

Md. Nazim Uddin / ২১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিনিধি:

WFP (ওয়াল্ড ফুড প্রোগ্রাম) ও ACF (একশন এগেইনষ্ট হাঙ্গার) এর অর্থায়নে বাংলাদেশের অন্যতম সেবামুলক এনজিও সংস্থা SHED এর পরিচালনায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় অপুষ্টিতে ভোগা দুগ্ধদানকারী গর্ভবতী মা ও শিশুদের জন্য উৎকৃষ্ট মানের পুষ্টি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে৷ প্রাথমিক পর্যায়ে এক বছর যাবৎ এই কার্যক্রম চলমান থাকবে সারা কুতুবদিয়ার ছয়টি ইউনিয়নে ১২টি কমিউনিটি ক্লিনিক জুড়ে৷ এই প্রকল্পের আওতায় FWC এবং স্কুল পর্যায় পর্যন্ত অন্তর্ভূত রয়েছে বলে জানান সংস্থাটির কর্মকর্তা এসএম মোদাচ্ছের৷

SHED এনজিও সংস্থাটি ১৯৮৯সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা পর্যায়ে সমাজিক উন্নয়নমূলক ও সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসতেছে৷

গত (২৫ ফেব্রুয়ারী) ২০২১ইং শেড এর নির্বাহী পরিচালক মোঃ ওমরাহ, WFP এর প্রতিনিধি ইমরান বিন কায়েস, ACF এর প্রতিনিধি মাহবুবুর রহমান ও শেড এর ডেপুটি ডাইরেক্টর জিয়াউর রহমান মুকুল সহ সংস্থাটির উর্ধতন কর্মকর্তা, কর্মচারী গন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে ভিন্ন ভিন্ন (সিসি) পরিদর্শন করে এই পুষ্টি কার্যক্রমের উদ্বোধন করেন৷ এসময় কর্মকর্তাগন পুষ্টি কার্যক্রমের সফলতা কামনা করেন৷

চলমান পুষ্টি কার্যক্রমের আওতায় ৪ মার্চ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের মাঝে RUTF বিতরণ করা হয়৷ উপকার ভোগী ও সচেতন মহলের সহযোগীতা অব্যাহত থাকলে এই প্রকল্পের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংস্থাটির পক্ষ থেকে৷


আরো বিভন্ন বিভাগের নিউজ