• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

এ কেমন নির্মমতা!

নিউজ রুম / ৯২ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ায় পারিবারিক পূর্বশত্রুতাকে কেন্দ্র করে খাবারের সাথে বিষাক্ত কীটনাশক মিশিয়ে গৃহপালিত ১০টি চিনারী হাঁস মেরে ফেলেছে প্রতিপক্ষ সহোদর পরিবার। ৩১ জুলাই বেলা ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মকছড়ারজোম গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানাগেছে, জকির আহমদের স্ত্রী হুমায়রা বেগমের সংসারে ৩ সন্তান রয়েছে। সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গরু-ছাগল, হাঁস-মুরগী পালন করে জীবিকা নির্বাহ করেন। হুমায়রা বাড়িতে না থাকার সুযোগে তার গৃহপালিত ১০টি চিনারী হাঁস খাবারের সাথে বিষাক্ত কীটনাশক মিশিয়ে দেয়। ফলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত একে একে ১০টি হাঁসই মারা যায়। অসহায় হুমায়রা অভিযোগ করেন, তাদের সাথে প্রবাসী দেবর মনজুর আলমের স্ত্রী দিলোয়ারা বেগমের সাথে পূর্ব বিরোধ ছিল। ঘটনারদিন পূর্ব শত্রুতার ওই বিরোধে বাড়ির সামনে হাঁস যাওয়াকে কেন্দ্র করে বিষাক্ত কীটনাশক ব্যবহার করে হাঁনগুলো মেরে ফেলেছে। ইতিপূর্বেও একই ঘটনা নিয়ে হুমায়রাকে কুপিয়ে জখম করে। ওই ঘটনায় থানা ও ইউনিয়ন পরিষদে অভিযোগ দেওয়া হয়। আইন প্রয়োগকারী সংস্থাকে সরে জমিনে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভূক্তভোগি পরিবার ও স্থানীয়রা।


আরো বিভন্ন বিভাগের নিউজ