• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

নিউজ রুম / ১৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

আমি মোঃ সেজাম উদ্দিন সাজু, পিং-নুরুচ্ছফা ডিলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের একজন স্থায়ী বাসিন্দা হই৷ আসন্ন ১১এপ্রিল ২০২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষ থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী৷ এলাকায় ও দলে আমার গ্রহণযোগ্যতা এবং সম্ভাব্যতা দেখে ইতিমধ্যে আমার কিছু প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে এলাকায় আমাকে হেয় প্রতিপন্ন, মান ক্ষুন্ন ও জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আসতেছে৷ “বিডিআর বাদ্রোহে চাকরি হারিয়ে এখন নৌকার জন্য মরিয়া কুতুবদিয়ার সেজাম” শিরোনামে “দৈনিক নবোদয় ডট কম” নামক একটি অনলাইন পোর্টালের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে, সংবাদে উল্লেখিত সকল তথ্য মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন বলে আমি উক্ত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি৷

আমি নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতেছি বিধায় আমার প্রতিপক্ষ মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করেছে তাই আমার পক্ষ থেকে এর সত্যতা ও প্রকৃত তথ্য এবং ব্যাখ্যা নিম্নে উপস্থাপন করা হল৷

আমি নিজ যোগ্যতায় ২০০৮সনে ততকালীন বিডিআর(বাংলাদেশ রাইফেলস) ব্যাচ নং (৮০৮২১) চাকরি পাই এবং সুনামের সহিত দীর্ঘ ৪বছর অত্র বাহিনীতে চাকরী করি৷ অনিবার্য কারণ বশত ২০১২সালে আমি বাহিনী হতে সম্পূর্ণ আইনি প্রকৃয়া অবলম্বন করে বাধ্যতামূলক অবসর গ্রহণ করি যাতে বাংলাদেশ রাইফেলস এর পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনরূপ অভিযোগ নেই কিংবা আইন বহির্ভূত ভাবে আমি অত্র বাহিনী থেকে বের হয়ে আসিনি বলে উল্লেখ রয়েছে৷ আমার কাছে অত্র ব্যাটেলিয়নের কোন প্রকার দেনা পাওনা নাই মর্মে পত্র দেওয়া হয়েছে যার নং ৩৯০/২৪-গার্ড/X/ জেএজি৷

অবসর গ্রহণের কারণ হিসেবে বাংলাদেশ রাইফেলস আদেশ ১৯৭২( রাষ্ট্রপতি আদেশ ১৪৮/১৯৭২) এবং সংশোধিত আইন, ১৯৭৪ এর আর্টিক্যাল ১১ (১) (সি) আইন চাকুরী হইতে বাধ্যতামূলক অবসর( Compulsory retirement service) স্পষ্টভাবে উল্লেখ আছে এবং এবিষয়ে ব্যাটেলিয়নের পক্ষ থেকে লিখিত চিঠি প্রদান করা হয়েছে যার কপি আমার হাতে রয়েছে৷

উল্লেখ্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় অফিসে দাখিলকৃত মনোনয়ন ফর্ম এ আমার বৈধভাবে চাকুরী থেকে অব্যাহতি সংক্রান্ত সকল নথিপত্র ব্যাটেলিয়নের আদেশনামা সহ মোট তিন কপি সংযুক্ত করে উপস্থাপন করা হয়েছে৷ জন সম্পৃক্ততা ও জনসেবা বাদ দিয়ে অন্যের জন্য মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করে প্রতিবন্ধকতা বা প্রতিহিংসা সৃষ্টি করার অপপ্রয়াস না করার জন্য আমার প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বীদের প্রতি অনুরোধ জানাব৷ এই ঘৃণ্য অপপ্রচারের বিরুদ্ধে আমার নির্বাচনী এলাকা উত্তর ধুরুং এর আপামর জনসাধারণের কাছে বিচার চাই৷ কোন ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমার এলাকাবাসির প্রতি বিনীত ভাবে অনুরোধ জানাই৷ ভবিষ্যতে এহেন মিথ্যা প্রচারণায় কেউ লিপ্ত হলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।


আরো বিভন্ন বিভাগের নিউজ