মাসেদুল হক আরমান:
কক্সবাজার রামু উপজেলার ঈদগড় – ঈদগাঁও সড়কে
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়েন অবস্থিত হিমছড়ি ঢালায় সিএনজি অটোরিকশা থামিয়ে ডাকাতি করে ১ যুবককে অপহরণ করেছে ডাকাতদল।
অপহৃত হলেন – নাইক্ষ্যছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামের মৃত জাফর হোসেনের পুত্র
মাহবুবুর রহমান (৩০)। শনিবার (৩ আগস্ট) সকাল ৬ টায় এ ঘটনা ঘটে।
জানা যায়,বাইশারী থেকে ঈদগাঁওগামী সিএনজি অটোরিকশা গতিরোধ করে সশস্ত্র ডাকাতদল ৭/৮ ডাকাত অন্য যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়।
সিএনজি অটোরিকশার একজন যাত্রী রাশেদ জানান, তাকে অপহরণ করে বনে নিয়ে গেলে সেখানে মারধর করে নগদ টাকা ও মোবাইল নিয়ে ছেড়ে দেয় ডাকাতদল।
তবে সিএনজিতে থাকা তার মামা মাহবুবুর রহমান কে অপহরণ করা হয়েছে৷ অপহৃত মাহবুবুর রহমানের বোন জামাই আব্দু রহমান জানান, আমার শালা তার শাশুড়ী অসুস্থ হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে দেখতে যাওয়ার পথে অপহৃত হয়েছেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ আসদুজ্জামান বলেন, আমরা এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি এবং উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
ঈদগড় পুলিশ ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত সহকারী
উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম জানান,
গ বাইশারী,ঈদগড়, ঈদগাঁও সড়কে সকাল ৮ টার আগে
গাড়ি চলাচল বন্ধ থাকলেও সকাল ৬ টায় কিছু অসাধু ড্রাইভার তা না মানার কারণে
এই রকম দূর্ঘটনা ঘটছে।