• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

পর্যটন কর্মীদের অধিকার সচেতন ও কর্মদক্ষতা বৃদ্ধির পরিকল্পনা

সংবাদ বিজ্ঞপ্তি / ৮২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

পর্যটন নগরীর ৫ শতাধিক প্রতিষ্ঠানের হোটেল ও রেস্তোরায় কর্মরত রয়েছে অনেক মহিলা।

তাদের অধিকাংশই অবহেলিত ও সুযোগ সুবিধা বঞ্চিত। পর্যটন শিল্প বন্ধ থাকায় অসংখ্য তারা মানবেতর জীবন যাপন করছে। পর্যটন কর্মীদের আর্থিক ও লজিষ্টিক সাপোর্ট দিয়ে আসছে উইমেন চেম্বার অব কক্সবাজার। তবে সম্পদ ও জনবলের সীমাবদ্ধতায় তা পর্যাপ্ত নয়। তাই করোনা সংকটে কষ্টে থাকা এই বিপুল মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পর্যটন কর্মী তৈরি করার পরিকল্পনা রয়েছে। গতকাল বিকালে কলাতলীর একটি অভিজাত হোটেলে উইমেন চেম্বার অব কক্সবাজার আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা।

উইমেন চেম্বার অব কক্সবাজারের সভাপতি নারী উদ্যোক্তা মনোয়ারা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাহানারা ইসলাম, পর্যটন বিশেষজ্ঞ মা টিনটিন ও পরিচালক ক্যসে রাখাইন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার হোটেল মোটেল ও গেষ্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কাশেম সিকদার।

সভায় দক্ষ পর্যটন কর্মী তৈরির পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ