তারেক আজিজ- মহেশখালী : চট্টগ্রামস্থ মহেশখালী ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফা কামালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মহেশখালী- কুতুবদিয়া সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, মহেশখালী পৌর মেয়র জনাব মুকছুদ মিয়া, মহেশখালী থানা অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর। এতে বক্তব্য রাখেন, মহেশখালী কলেজের প্রভাষক নেওয়াজ কামাল। চট্টগ্রামস্থ মহেশখালী ছাত্র পরিষদের সহ-সভাপতি -নিজাম উদ্দিন, সহ-সভাপতি মিনহাজ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনছুর আবেদীন। আরো উপস্থিত ছিলেন, মিজানুর রহমান,করিম উল্লাহ ঈমন, বাহাদুর আলম রাজু, আব্দুল্লাহ আল কাইয়ুম,তৌহিদুল ইসলাম, হাসান উদ্দিন শাওয়াল ,মানিক নিহাল, তামিম, বেলাল হোসেন, রহিম বিন হোসাইন,কাজী হারুন, মারুফ,রাইহান, মোর্শেদের সহ বিভিন্ন স্কুল কলেজ ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। চট্টগ্রামস্থ মহেশখালী ছাত্র পরিষদের সভাপতি বলেন দেশের সৌন্দর্য ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেকেরই প্রতি ঘরে ঘরে দুটি বৃক্ষ রোপনের মাধ্যমে নিজেদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।