• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

তিন ভাইকে গুলি করা দুই রোহিঙ্গা আটক

তারেকুর রহমান / ২৬ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

কক্সবাজারের টেকনাফে স্থানীয় তিন ভাইয়ের উপর হামলাকারী দুই রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন, জাদিমোড়া ২৭নং ক্যাম্পের ৮নং ব্লকের বাসিন্দা মৃত বশরের ছেলে ফজল হক (৫০) ও একই ক্যাম্পের মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)।

শনিবার (৩ জুলাই) দুপুরে টেকনাফের জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের ৮নং ব্লক থেকে তাদের আটক করা হয়।

গত বুধবার (৩০ জুন) রাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের (নেচার পার্ক উত্তর) সি/৮ ব্লক এলাকার হাবিব উল্লাহর বাড়িতে হামলা চালিয়ে তিন ভাইকে গুলিবিদ্ধ করে তারা।

পরে টেকনাফ থানায় হাবিব উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন যার নং- ৯২/৫২১। এ মামলার অন্যতম আসামী ফজল ও হামিদা। এছাড়াও ফজলের বিরুদ্ধে ক্যাম্পে অপরাধ, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে এপিবিএন কর্মকর্তারা জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের তিন সদস্যের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার মামলার দুই আসামীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।’
# # #


আরো বিভন্ন বিভাগের নিউজ