• শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

লোভ দেখিয়ে বিকাশে ৮২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

চ্যানেল কক্স আপনার পাশে / ২৩ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

সফি উল করিম স্বপ্নীল –

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নতুন অফিস জুমনগরের বাসিন্দা মো: মাসন (২৮) পেশায় তিনি একজন লবণ চাষী ও দিনমজুর, সে আজ রেহাই পাইনি বিকাশ প্রতারকের কাছ থেকে। বিকাশ প্রতারক গণ তাকে ৮লক্ষ টাকার লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছে ৮২হাজার টাকা। তিনি এক এক করে কয়েকটি নাম্বারে টাকা গুলো পার্সোনাল নাম্বারে বিকাশ করেছে, কিছু নাম্বারে ১৫,০০০/১৪,৫০০/ ১০,২০০/১০,২০০/৫,১০০ এভাবে বেশকিছু নাম্বারে ৮২হাজার  টাকা দিয়ে দেয় বিকাশ প্রতারকের পার্সোনাল নাম্বারে। পরে দেখে ৮লক্ষ টাকা আসতেছে না, বুঝতে পারেন তারা প্রতারক ছিলো, তিনি অতি সহজ সরল হওয়াই চিনতে পারেনি প্রতারক দের।

লোভে পাপ পাপে সর্বহারা ! সে ৮লক্ষ টাকার লোভ করেছিলো, তার হাতে ছিলোনা হাজার দু’এক টাকা ও। সে টাকা গুলো দাদা ফরিদ শপিং সেন্টারের কাউছারের দোকান থেকে বিকাশ করে, পরে দোকানদারকে টাকা দিতে না পেরে কৌশলে দোকান থেকে চলে যায়, তার শেষ সম্বল হিসেবে ছিলো অল্প কিছু বসতভিটা, এখন সেটা ও বিত্রুয় করে দোকানদারের টাকা পরিশোধ করতে হবে তার। সুতরাং সবাই সাবধান….


আরো বিভন্ন বিভাগের নিউজ