• সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

প্রশাসনের সহযোগিতা চেয়ে টমটম চালকদের মানববন্ধন

Md. Nazim Uddin / ১১ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

কাইছার সিকদার:

সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় করোনা লকডাউনের কারণে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সকল ধরনের গণ পরিবহন৷ রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি৷ এরি মধ্যে আলী আকবর ডেইল ইউনিয়নে বড়ঘোপ-আলী আকবর ডেইল ঘাট রুটে টমটম ছাড়া অন্য সব গাড়ি(মাহিন্দ্রা, টেম্পু) চলাচল অব্যাহত থাকায় প্রতিবাদে মানববন্ধন করেছে আলী আকবর ডেইল টমটম রিক্সা চালক সমিতি৷ মঙ্গলবার ১৩ জুলাই স্থানীয় শান্তিবাজারে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শতাধিক টমটম চালকের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

আইনের প্রতি শ্রদ্ধা রেখে যথারিতি টমটম রিক্সা চালকেরা তাদের গাড়ি বন্ধ রেখেছেন তবে অভাবের কারণে গুটিকয়েক চালক মাঝেমধ্যে গাড়ি নিয়ে বের হলেও সেটা অতি নগণ্য, তাদের অনেককেই গুনতে হয়েছে জরিমানা৷ বেশীরভাগ চালক গাড়ি বন্ধ রেখে অভাব অনটনে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন আলী আকবর ইউনিয়নের টমটম গড়ি চালক সমিতির সভাপতি মোশারফ হোছেন৷ এমতাবস্থায় তাদের সহযোগিতার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷

সংগঠনটির সাধারণ সম্পাদক সুজন সিকদার বলেন, করোনা লকডাউনে সরকারি বিধিনিষেধের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা রয়েছে৷ আইন সবার জন্য সমান, শুধু গরিব টমটম চালকদের বন্ধ রেখে লাভ হবে না যদি অন্য গাড়িগুলো চলাচল অব্যাহত থাকে৷ প্রশাসনের রিক্সা চালকদের অভাব অনটনের কথা খেয়াল রাখা দরকার বলে আমি মনে করি৷

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোকাররম আলী বলেন, আমরা টমটম চালক রা সবাই গরিব, দিনে এনে দিনে খাই তারপর ও আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের গাড়ি বন্ধ রেখেছি কিন্তু এই রুটে মাহিন্দ্রা ও টেম্পু গাড়ি নিয়মিতভাবে চলাচল করছে৷ হয় সব গাড়ি বন্ধ করা হোক, না হয় আমাদের গরিব টমটম চালকদের গাড়ি চালানোর সুযোগ দেওয়া হোক৷

সদস্য জাফর আলম বলেন, আমি একজনের আয়ের উপর আমার সংসার চলে, লকডাউনে গাড়ি বন্ধ থাকার কারণে স্ত্রী সন্তান নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি৷ এখনো পাইনি কোন অনুদান৷

এব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী বলেন, করোনা লকডাউনে অবশ্যই সকল গাড়ি বন্ধ রাখার নির্দেশ রয়েছে, যে গাড়ি গুলো চলাচল করছে বলে অভিযোগ উঠেছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে৷ আমাদের অভিযান অব্যাহত রয়েছে৷ স্বাস্থ্যবিধি ও লকডাউন আইন সবাইকে মানতে হবে৷ যারা কর্মহীন হয়ে পড়েছেন, অভাবে রয়েছেন তাদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে অবশ্যই রিক্সা চালকদের সহায়তা দেওয়া হবে৷


আরো বিভন্ন বিভাগের নিউজ