• বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

সৌদি আরবে করোনায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশীদের আর্থিক সহযোগীতা দেওয়ার আহবান এমপি কমল’র

বার্তা পরিবেশক / ১৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১

সৌদি আরব-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে গঠিত দুদেশের এমপিদের সমন্বয়ে পার্লামেন্টারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বেলা আড়াই টায় ভিডিও লাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবের সংসদ সদস্য শাদ আলশাবদি। সভায় সৌদি আরবের পক্ষে মোহাম্মদ আলী জিনাই এমপি, আলী আরাকানী এমপি, সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা আল দিহান এবং বাংলাদেশ জাতীয় সংসদ এর পক্ষে থেকে হাফেজ রুহুল আমিন মাদানী এমপি, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, আবু রেজা নদভী এমপি, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন এমপি বক্তব্য রাখেন।
ভিডিও লাইনে অনুষ্ঠিত সভায় ইংরেজীতে দেওয়া বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সৌদি আরবে বিশ লক্ষাধিক বাঙ্গালীকে কাজ করতে সুযোগ দেওয়ায় সৌদি সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। এ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ যেমন বৈদেশীক মূদ্রা অর্জনে লাভবান হয়েছে, তেমনি সৌদি আবরও তাদের চলমান উন্নয়নের গতি ধরে রাখতে পারছে।
তিনি বলেন, কোভিড-১৯ এ সৌদি আরবে কর্মরত বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা আজ বিপর্যস্ত। দোকানদাররা কর্মচারির বেতন দিতে পারছেনা। অথচ অধিকাংশ কপিলকে ভাড়া দিতে হচ্ছে। বিশেষ করে মক্কা, জেদ্দা, মদিনা, রিয়াদে বাংলাদেশের হোটেল ব্যবসায়িরা কপিলের ভাড়ার পুরো টাকা দেওয়ার পর হঠাৎ করে কোভিড-১৯ শুরু হওয়ায় লকডাউনে তারা আজ দেওলিয়া হয়ে গেছে। তিনি সৌদি আরবের এমপিদের কাছে বাংলাদেশী ব্যবসায়ীদের আর্থিক প্রনোদনা দেওয়ার দাবী তুলেন। এখানে তিনি শেখ হাসিনার সরকার বিভিন্নখাতে প্রায় একলক্ষ কোটি টাকা প্রনোদনা দেওয়ার কথা উল্লেখ করেন।
এমপি কমল বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার প্রস্তাব সৌদি পার্লামেন্ট কমিটিতে উত্থাপন করেন। সায়েন্স ও টেকনোলজি খাতে বাংলাদেশীদের শিক্ষাবৃত্তি দেওয়ার প্রস্তাব করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল মিরেরশরাই বঙ্গবন্ধু শিল্প এলাকায় চীন, জাপান, ভারতের মতো সৌদি আরবকে শিল্পখাতে বিনিয়োগের আহবান জানান।
সৌদি আরবের এমপি আলী আরাকানীর বক্তব্যে বিএনপি-আওয়ামী লীগের সম্পর্ক সৌদি-বাংলাদেশ সম্পর্কে কোন প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে এমপি কমল বলেন- বাংলাদেশের একটি মহল সবসময় বাঙ্গালী জাতিসত্বাকে ইসলামের শত্রু বানাতে চেষ্টা করেছে। এমনকি পাকিস্থান সৃষ্টির পর পূর্ব পাকিস্থানীদের (আজকের বাংলাদেশ) উপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। সেসময় মাত্র ২৮ বছর বয়সের ছাত্রনেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন- ইরানের মুসলমানরা ফারসী ভাষায়, মালেশিয়ার মুসলমানরা মালে, পাকিস্থানের মুসলমানরা সিল্কী, পাঞ্জাবী, বেলুচী ভাষায় কথা বলতে পারলে কেন বাঙ্গালী হয়ে আমাদের মুসলমান হওয়ার জন্য নতুন ভাষা শিখতে হবে। তিনি বলেন, ১৯৭৩ সালে সৌদি আরবের বাদশাহ্ আজিজ জাতির জনককে জিজ্ঞেস করে বলেছিলেন- আপনি কেমন মুসলমান, মুসলমান হয়ে ইসলামী রাষ্ট্র দ্বিখন্ডিত করেছেন। জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন-পৃথিবীর কোথাও ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠিত হয়নি। মুসলমান হয়ে কেন আপনারা কেউ সৌদি আরব, কেউ ইরান, কেউ ইরাক, কেউ আমিরাত গঠন করলেন। একই ধর্মের হয়েও কেন ইংল্যান্ড, ফ্রান্স, ইতালী, জার্মানী, স্পেন ভাগ হল। কেন জাপান, কোরিয়া, চীন ভাগ হল।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, বঙ্গবন্ধু খাটি মুসলমান ছিলেন। মাদ্রাসা শিক্ষাবোর্ড, ইসলামিক ফাউন্ডেশন, বিশ্ব এজতেমার জমি দান, ওআইসিতে যোগদান বঙ্গবন্ধুর অনন্য দৃষ্টান্ত। শেখ হাসিনা ইসলামের খেদমতকারী। ইমামদের বেতন দেওয়া, কওমিদের সনদ দিয়ে সরকারী চাকুরীতে সুযোগ দেওয়া, পাঁচ শতাধিক মসজিদ নির্মাণ, ইসলামের অনুশাসন মেনে চলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন- সৌদি আরবের সাথে সম্পর্ক রক্ষা ও উন্নয়নে বাংলাদেশ সব সহযোগীতা দিতে প্রস্তুত। বক্তব্যে খালেদা জিয়া ও তারেক জিয়াকে দুর্নীতিগ্রস্ত এবং আদালত কর্তৃক প্রমানিত দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেন তিনি। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও আদালত কর্তৃক প্রমানিত বঙ্গবন্ধুর ১নং হত্যাকারী বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আমরা আশা করবো সৌদি-বাংলাদেশ একসাথে উচ্চ কন্ঠে রোহিঙ্গাদের সমর্থন জানাবে এবং তাদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর চাপ সৃষ্টি করবে। সৌদি-বাংলাদেশ এক সাথে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলবে। একসাথে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কাজ করবে।
সভার সভাপতি সৌদি আরবের সংসদ সদস্য শাদ আলশাবদি পার্লামেন্টারী কমিটির বাংলাদেশের সংসদ সদস্যদের সৌদি আরব সফরের দাওয়াত জানালে বাংলাদেশের এমপিরা শীঘ্রই সৌদি আবর সফর করবেন বলে জানান। তাঁরা জানান, সফরকালে করোনা মহামারিসহ বাংলাদেশের সৌদি প্রবাসীদের দুঃখ- দুর্দশা নিয়ে প্রয়োজনে সৌদি বাদশার সাথেও মতবিনিময় করবেন। ### ###


আরো বিভন্ন বিভাগের নিউজ