• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

প্রতারক সোহেল আহমদ শেখ গ্রেপ্তার, ডিসি ও অর্থমন্ত্রীর নামে টাকা চাইত

বার্তা কক্ষ / ১৯০ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

মাসেদুল হক আরমান,
কক্সবাজারে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালের নাম দিয়ে বন্যার্তদের ত্রান দেয়ার জন্য টাকা ও সাহায্য চাওয়া প্রতারক সোহেল আহমদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইতিমধ্যে ০১৮৫৮২৪৬৩১৬ নম্বর মোবাইল ফোন থেকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অর্থমন্ত্রীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণা করে টাকা চেয়েছেন। খোঁজ নিয়ে জানাযায়- সোহেল আহমদ শেখের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়, সিরাজগঞ্জ জেলায়। তার বাবার নাম মৃত করিম উদ্দীন শেখ। এবিষয়ে জেলা প্রশাসনের একটি সূত্র জানায় তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যদি কাউকে এমন পরিচয় দিয়ে আর কেউ ফোন করে তাহলে সাথে সাথে কক্সবাজার জেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ