নিজস্ব নিউজ :
মরহুম লুৎফুর রহমানের আত্নার মাগফিরাত কামনায় নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটির আয়োজনে সোসাইটির কার্যলয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯শে আগষ্ট (মঙ্গগলবারর) নতুন অফিস বাজার, আল-আমিন সুপার মার্কেট এর ২য় তলায় সংগঠনের কার্যালয়ে জুহুরের নামাজের পর পবিত্র কোরআন তিলোয়াত খতম করেন পরে মোনাজাত দিয়ে দোয়া মাহফিল সমাপ্ত করেন।
এতে উপস্থিত ছিলেন অত্র সোসাইটির উপদেষ্টা মনছুর আলম, উপদেষ্টা ছৈয়দ মোহাম্মদ তামিম, লুৎফুরের পিতা আক্তার আহমদ, সোসাইটির প্রতিষ্ঠতা সফি উল করিম স্বপ্নীল,এহছান হাবীব, আমিমুল এহসান আবিদ,রমজান আলী, আহসান হাবীব ইমরোজ, আনোয়ার ফারভেজ,মোবারক হোসাইন,মোস্তফা কামাল ,ওমর ফারুক,দেলোয়ার হোসাইন,শহিদুল ইসলাম, জাওয়াদ, আলী হোসাইন, মরহুম লুৎফুর রহমানের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আনসারুল করিম