• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:০২ অপরাহ্ন

কুতুবদিয়ায় জাতীয় শ্রমিকলীগের জাতীয় শোক দিবস ও ২১আগষ্ট স্মরণে আলোচনা সভা

নিউজ রুম / ২২ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

কাইছার সিকদার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম সাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জাতীয় শ্রমিকলীগ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা সম্পন্ন৷ শনিবার ২১আগষ্ট বিকেল চারটায় কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক এম নুরুল ইসলাম কুতুবীর সভাপতিত্বে সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কুতুবদিয়া উপজেলার সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর৷ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলবী শাহা ইউনুস৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ মোশারফ, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আজম সিকদার, সাবেক শিক্ষা ও সাংসকৃতিক বিষয়ক সম্পাদক রমিজ আহমদ কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম, আলী আঃ ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক আজমগীর মাতবর,

লেমশিখালী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদিকা সাবেকুন নাহার আরজু, উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন, বাস্তুহারা লীগ আহ্বায়ক মুনির আহমদ মাতবর, উপজেলা কৃষক লীগ যুগ্ন সাধারণ সম্পাদক কাইছার সিকদার, উপজেলা যুবলীগ সদস্য খাইরুল বশর, যুবনেতা কাইমুলহুদা বাদশা, শ্রমিক নেতা মকসুদ আহমদ, ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক এসএম মোদাচ্ছের, ছাত্রলীগ নেতা শরীফ নেওয়াজ জুয়েল প্রমুখ৷ উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহাজাহান সিকদার, শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক মোস্তাক আহমদ, সদস্য নুর মোহাম্মদ বাদশা, নেচারুল ইসলাম, আবদুল মালেক, রমিজ আহমদ, খোকন চৌধুরী মাহিন, ইকবাল হোসেন ওয়াসিম, নাছির উদ্দিন, আনছারুল করিম, নুরুল আলম, নাজের হোসেন, নীলু দাশ, জুলুরাম দাশ, শলীল কুমার দেওয়ানজি সহ উপজেলা আ’লীগ শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ৷

সভায় বক্তারা বলেন, ২০০৪সালের ২১শে আগষ্ট শুধু শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে নয় আওয়ামীলীগ কে নেতৃত্ব শুন্য করার জন্যই এই বরবর নৃশংসতম হত্যাকাণ্ড সংঘটিত করেছিল৷ সেদিন মুহুর্মুহু বোমার আঘাত ও ব্রাশ ফায়ার থেকে বেঁচে আসছেন, মহাণ আল্লাহ সেদিন শেখ হাসিনাকে এই বাংলাদেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য বাঁচিয়ে রেখেছিলেন৷ ৭১এর পরাজিত শক্তি বারবার তাদের নগ্ন চরিত্র প্রকাশ করছে৷ সাম্প্রদায়িক শক্তি এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে তাদের ঘৃণ্য ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে, সুতরাং আমাদের আরো সতর্ক হতে হবে৷ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে বারবার নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে বিজয়ী করে শেখ হাসিনার হাতে শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা৷


আরো বিভন্ন বিভাগের নিউজ