• শনিবার, ১১ মে ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

কুতুব ব্রাদার্স ইউনিয়ন প্রিমিয়ার লীগ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Md Nazim Uddin / ৫১ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

কাইছার সিকদার

“ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে কুতুব ব্রাদার্স ইউনিয়নের ৪র্থ প্রয়াস প্রিমিয়ার ফুটবল লীগ’২১ এর ফাইনাল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷

কুতুব ব্রাদার্স ইউনিয়ন এর চেয়ারম্যান কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিনের সভাপতিত্বে ২৩ অক্টোবর বিকেল ৪(চারটায়) অনুষ্ঠিত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর হায়দার৷

বিশেষ অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু বিমল কান্তি শীল, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শমির শীল, কুতুবদিয়া উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর, সাবেক এম ইউপি আকতার উদ্দিন, সাবেক কুতুব ইউনিটি ক্লাবের সভাপতি হোছাইন আল মারুফ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান সুজন, যুগ্ম-সাাধারণ তাসরিফুল হোছাইন পিউলি, সদস্য মোঃ মোজাহিদুল ইসলাম ও আমিন উল্লাহ, বড়ঘোপ ইউনিয় ছাত্রলীগ নেতা আনচার, ইলিয়াছ, ফোরকান, কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা বেলাল, ইয়াছিন, আলফারুক সহ নেতৃবৃন্দ ও ক্রিড়ামতি শতশত দর্শক৷

কুতুব ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান মিজবাহুর রহমান তুহিন বলেন, সুস্থ দেহ সুন্দর মন ও আলোকিত জাতি গড়ার লক্ষ্যে দ্বীপের হাজার হাজার ক্রিড়ামতি মানুষকে উদ্বোদ্ধ করতে এই আয়োজন৷ যতেষ্ট দর্শক সাড়া দেখে মনে হচ্ছে আয়োজন সফল হয়েছে, প্রতিবছরের ন্যায় এই প্রিমিয়ার লীগ অব্যাহত থাকবে৷

ফাইনালে একদিকে এপ্যালো ইলেভেন বনাম অপরদিকে মুক্তিযোদ্ধা ক্রিড়া চক্রের প্রতিদ্বন্দ্বীতায় ১(এক) গোলে এগিয়ে কাপ জিতেন মুক্তিযোদ্ধা ক্রিড়া চক্র৷

ম্যাচ পরিচালনা করেন (রেফারী) মামুন আর সহকারির দায়িত্ব পালন করেন মোজাহিদ ও ওমর ফারুক৷
খেলা শেষে এক মনোজ্ঞ সাংসকৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷


আরো বিভন্ন বিভাগের নিউজ