• রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

কক্সবাজারে চাইনিজ উশু স্কুল কার্যকরী কমিটি অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি / ২৯ ভিউ টাইম
আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

দিন দিন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে উশু খেলা। আর্ন্তজাতিক ভাবে বিনোদন এবং আত্মরক্ষার্থে এই খেলা জনপ্রিয় হলেও বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। মার্শালআর্ট আর জিমন্যাষ্টিক্সের সংমিশ্রণে দারুণ সম্ভাবনাময় খেলা উশু। ইতিমধ্যে কক্সবাজার থেকেই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গেছে উশু খেলার প্রশিক্ষণার্র্থী। এই খেলা এগিয়ে নিতে কক্সবাজারে অনুমোদন হয়েছে ‘চাইনিজ উশু স্কুল কক্সবাজার’ কার্যকরী কমিটি। গতকাল ২০ ফেব্রæয়ারী কক্সবাজার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডঃ জসিম উদ্দিন ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেন। একই সাথে ১২ জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। কার্যকরী কমিটির সভাপতি হলেন তরুণ রাজনীতিবিদ ও ক্রীড়াবিদ এড. সৈয়দ মোঃ রেজাউর রহমান (রেজা), সহ-সভাপতি- ওসমান সরওয়ার আলম, আমিনুল ইসলাম মকুল, পরেশ কান্তি দে, মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হলেন গিয়াস উদ্দিন, অতিরিক্ত সারধারণ সম্পাদক পৌর প্রিপ্যারটরি স্কুলের শিক্ষক সাকী, যুগ্ম সম্পাদক-রওশন আরা, তামান্না, সাংগঠনিক সম্পাদক-সুজন দাশ, কোষাধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, প্রচার ও ধর্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, সদস্য-এড. ছানাউল্লাহ্ (বাপ্পি), এছারুল করিম, মোঃ ইলিয়াস, তিশা দাশ, সাজ্জাদ হোসেন ও সাংবাদিক মহিউদ্দিন মাহী। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাইক্লিংি ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন, আবছার উদ্দিন, অনুপ বড়–য়া অপু, যুগ্ম সম্পাদক- প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, এড. সেতারাত জাহান (সেতু), এড. মর্জিনা আকতার, উশু এসোসিয়ানের সাধারণ সম্পাদক শেখ সেলিম, পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতু, শাহেনা আক্তার পাখি, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য অধ্যাপক জসিম উদ্দিন ও রতন দাশ।
গতকাল জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বিজয় দিবস ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশীপ ২০২১ এ সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে মিলিত হউন সবাই। ওই সময় বক্তারা বলেন, চাইনিজ উশু স্কুল কক্সবাজার কার্যকরী কমিটি উশু খেলাকে এগিয়ে নিয়ে ভূমিকা পালন করবে। পাশাপাশি আত্মরক্ষা ও বিনোদনমূলক খেলাও ছড়িয়ে পড়বে কক্সবাজারের সবখানে।


আরো বিভন্ন বিভাগের নিউজ