• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ বিপাকে পেকুয়ার জেলেরা

Md Nazim Uddin / ২৮ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

আমিনুল ইসলাম বাহার,পেকুয়া:

সারাদেশে সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও মৎস্য সম্পদের সুরক্ষায় সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

বিধিনিষেধ মানতে পেকুয়া উপজেলার উপকূলে অবস্থান করছে জেলেরা। তবে ৬৫ দিনের নিষেধাজ্ঞা নিয়ে হতাশা প্রকাশ করেছে উপজেলা রাজাখালী ও মগনামা ইউনিয়নের জেলেরা। তাদের দাবী দীর্ঘ ৩০ বছর ধরে জেলে পেশায় থাকার পরও তাদের ভাগ্যে জুটে নি জেলে কার্ড।

মৎস্য অধিদপ্তর মেরিন ফিশারিজ অফিসার এস এম শাহাদাত হোসেন রাজু জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে উপজেলায় নিবন্ধিত ৪ হাজার ৯৬৭ জন জেলেকে মাথাপিছু ৮৬ কেজি করে চাল দেওয়া হবে।

তবে এ খাদ্য সহায়তাকে অপ্রতুল বলছেন জেলেরা। তারা জানিয়েছেন, এমনিতেই করোনাকালে জেলেদের রোজগারে টান পড়ায় তারা ঋণ আর ধারদেনায় জর্জরিত। এরপর আবার সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সংসার চালানো নিয়ে উদ্বেগের মধ্যে আছেন তারা।


আরো বিভন্ন বিভাগের নিউজ