• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

পেকুয়ায় শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি পেলেন মাষ্টার আসহাব উদ্দিন

আমিনুল ইসলাম বাহার, পেকুয়া / ৩১ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

পেকুয়ায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের স্বীকৃতি পেলেন মাষ্টার আসহাব উদ্দিন হৃদয়। এর আগে ২০১৯ সালেও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা ও সস্মান জুটে তার ভাগ্যে।
মাষ্টার আসহাব উদ্দিন উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটা এলাকার সন্তান। তিনি পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আইসিটি বিষয়ে অধিভুক্ত শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়। করোনাকালীন সময়ে অনলাইন স্কুল নামের ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মাঝে পাঠ দানের দ্বারা শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ইতি মধ্যে প্রশংসায় ভাসছেন তিনি। মেধাবী এই শিক্ষক জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এস (ম্যানেজমেন্ট) বিএ করেছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এম এড ডিগ্রী অর্জন করেন। আবার আইসিটির উপর নিয়েছেন উচ্চতর প্রশিক্ষণ।
২০১৮ সালে আইসিটি নিয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য এশিয়ার ফিলিপাইন পাড়ি জমায়।
সমাজসেবামূলক কাজের জন্য এলাকায় তিনি জনপ্রিয় ব্যক্তি হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। মানবিক কাজ, ব্লাড সংগ্রহে তার অবদান অপরিসীম।
নিজের ফেসবুক পেইজ থেকে লাইভ করে সাহায্য করেন অসহায় মানুষদের।
সেই মানুষটি মনোনিত হয়েছেন পেকুয়ার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক।


আরো বিভন্ন বিভাগের নিউজ