• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

উখিয়ায় ১৩ দোকানিকে ভ্রাম্যমান আদালতের ১ লাখ টাকা জরিমানা

Md Nazim Uddin / ২০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
ছবি- উখিয়ার বিভিন্ন বাজারে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক:

দোকানে অতিরিক্ত চাল মজুদ, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উখিয়ায় ১৩ পাইকারি ও খুচরা দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উখিয়ার কোটবাজার, মরিচ্যা বাজার, উখিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগ এবং জেলা কৃষি অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

উখিয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল দে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অসাদু ব্যবসায়ীরা চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করছে এমন অভিযোগের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পাইকারী ও খুচরা দোকানে মূল্য তালিকা না রাখা, চাল মজুদ রাখা এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ১৩ টি প্রতিষ্ঠানের নামে মামলা করা হয়। তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ টাকা। এছাড়া বিভিন্ন মিল পরিদর্শন করা হয়।

ছবি-উখিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা।

এ সময় চাল মজুদ না করা, মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রম্যমান আদালতে নেতৃত্ব দেন, উখিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক রুপান্তর চাকমা, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী।


আরো বিভন্ন বিভাগের নিউজ