• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

নিয়মিত মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে এই গাছ

ইব্রাহিম খলিল, ঈদগড় / ৩০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

প্রতিনিয়ত এক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তার পরেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। মানুষের জীবনের চাইতে হয়তো এই কাজটির মূল্য বেশি? কত আশা কত ভরসা গেল কিন্তু গাছটি ঠিকই তার আপন ঠিকানায় রয়ে গেল।

মিথ্যা আশ্বাসের ফুলঝুরি মানুষ আর চাইনা। সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে এই জায়গা দিয়ে।

ভালো থাকুক সেই সমস্ত মানুষ যারা মানুষের জীবনের চাইতে এই গাছটিকে বেশি ভালোবেসেছে তেমনই মন্তব্য করেন সচেতন মহল।

সরেজমিনে গেলে দেখা যায়, কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়-ঈদগাঁও সড়কের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন রাস্তায় উপর দাঁড়িয়ে আছে সেই সংরক্ষিত ঘাতক গাছটি। যেটার স্থান একদিন জাতীয় যাদুঘরে হবে এই মন্তব্য করেন সড়কে চলাচল কৃত সকল জনসাধারণ।

তাছাড়া বিগত দিনে উক্ত জায়গায় দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে মার যান ঈদগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুবকর ছিদ্দিকের জ্যেষ্ঠ পুত্র তিন সন্তানের জনক আকবর হোসেন (৪৫)।

অপরদিকে দ্রুত এই গাছটি অপসারণ করার দাবি উঠেছে সর্বমহল থেকে।

এছাড়াও সকল গাড়ির ড্রাইভাররা জানান, উক্ত জায়গা দিয়ে অত্যন্ত অসুবিধার মধ্য দিয়ে প্রতিনিয়ত গাড়ি চালাতে হয়। এই যেন দুর্ঘটনাকে হাতে নিয়ে চলা।


আরো বিভন্ন বিভাগের নিউজ