• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

ঈদগড়ে লোকালয়ে বন্য হাতি! দেখার জন্য জমাট স্থানীরা

ইব্রাহিম খলিল, ঈদগড় / ১৯ ভিউ টাইম
আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২

কক্সবাজার জেলার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জ এলাকা ৯নং ওয়ার্ড করলিয়ামুরা বনজঙ্গল থেকে আজ দুপুর ২ টার দিকে একটি বন্য হাতি লোকালয়ে চলে আসে(ঈদগড়-বাইশারী সড়কে)।

এই বিষয়ে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদক কে জানান, বন্য হাতিটি এক থেকে দুটো ছোট বাচ্চা নিয়ে লোকালয়ে চলে এসে। পরে খবর পেয়ে বনবিভাগের লোকজন এবং ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় সন্ধ্যার দিকে পুনরায় হাতি টিকে বনের মধ্যে তাড়িয়ে দিতে সক্ষম হয়।

তিনি আরও জানান, হাতিটি নিরাপদে এসে নিরাপদে চলে যায়, এতে করে কারও কোন ধরনের ক্ষতি সাধন হয়নি।

এদিকে এই বন্য প্রাণী হাতি টিকে দেখতে স্থানীয় শতশত মানুষ উপস্থিত হয়। তাদের ভাষ্যমতে হাতিটি অসুস্থ ছিলো বলে ধারণা করেন।

বনবিভাগ সূত্রে হাতি টির বয়স প্রায় ২০ বছর বলে জানা গেছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ