• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

চাকমারকুল মাদ্রাসার মজলিসে শুরার বৈঠক বৃহস্পতিবার, নিরাপত্তা নিয়ে শঙ্কা

নিউজ রুম / ৫৩৭ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

সংবাদ বিজ্ঞপ্তি
রামু চাকমারকুল মাদ্রাসার মজলিসে শুরার অধিবেশন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর মহাসচিব আল্লামা আব্দুল হালিম বোখারীর নির্দেশক্রমে এবং মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর সম্মতিক্রমে মাদ্রাসার বিরাজমান পরিস্থিতি ও সঙ্কট নিরসনকল্পে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বহুকাঙ্খিত এই বৈঠকে মাদ্রাসায় দীর্ঘদিন ধরে বিরাজমান সমস্যার সমাধান আসবে বলে মনে করছে স্থানীয়রা। মাদরাসা পরিচালনা কমিটিও সেভাবে প্রস্তুতি নিয়েছে।
এদিকে, বরাবরের মত আজকের বৈঠক নিয়েও প্রতিপক্ষরা ষড়যন্ত্র ও গন্ডগোল পাকানোর আশঙ্কা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
এই আশঙ্কা থেকে মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের লিখিত আবেদন জানিয়েছেন।
সুষ্ঠু ও সুন্দরভাবে মজলিশে শুরার বৈঠক সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম।


আরো বিভন্ন বিভাগের নিউজ