• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু! অভিযান পরিচালনা করে কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড।

নিজস্ব প্রতিবেদক / ৩৪ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। শুরুতে অভিযান পরিচালনা করে ঈদগাঁও বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করে। ১০ জুলাই ২০২৩ ইং দুপুর ১২টা হতে ১টা ৩০ মিনিট পর্যন্ত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে ওজন পরিমাণ ও মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন ধারা লংঘনে মোবাইল কোর্ট পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া। ঐ সময়ে ওজনে কম দেওয়া এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আনু মিয়া সিকদার ফিলিং স্টেশনকে ১৫,০০০ (পনের হাজার ) টাকা, হক ট্রেডার্সকে ৫,০০০ (পাচ হাজার ) টাকা, আবুল হোসেন নামীয় ট্রেডার্স ২,০০০ (দুই হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন – ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির, বিএসটিআই এবং সংগীয় ফোর্সের পরিদর্শক, রনজিত মল্লিক ও জনসেবায় প্রশাসন। ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্বরত নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন ঈদগাঁও উপজেলা মানুষের সুবিধার জন্য ধারাবাহিক ভাবে কাজ করবে উপজেলা প্রশাসন। তিনি আরো বলেন ঈদগাঁও বাস স্টেশনের দীর্ঘদিনের যানজট নিরসনের জন্য রাস্তার দুই পাশে থেকে ৫০ ফিট করে জায়গা খালি করা নির্দেশ দেন । এ নির্দেশের খবর শুনে বৃহত্তর ঈদগাঁও বাসী অনেক আনন্দিত ও ধন্যবাদ জানান ঈদগাঁও উপজেলা প্রশাসনকে।


আরো বিভন্ন বিভাগের নিউজ