• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

যে কারণে ওয়াশিংটনে ঐতিহাসিক ভবন বিক্রি করল পাকিস্তান

ডেক্স নিউজ / ২৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ওয়াশিংটনে একটি ঐতিহাসিক ভবন বিক্রি করেছে পাকিস্তান সরকার। ৭১ লাখ ডলার দিয়ে এ পরিত্যক্ত ভবনটি কিনেছেন টেক্সাসভিত্তিক আমেরিকান-পাকিস্তানি ব্যবসায়ী হাফিজ খান। বৃহস্পতিবার ভবনটির হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। যেখানে পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান উপস্থিত ছিলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বিখ্যাত আর-স্ট্রিটের এ ভবন এক সময় কনস্যুলেট হিসেবে ব্যবহার করা হতো। কয়েক দশক ধরে খালি ও পরিত্যক্ত অবস্থায় ছিল। ফলে এটি এক মাসেরও বেশি আগে ধ্বংসপ্রাপ্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। তাছাড়া ভবনের করমুক্ত সুবিধাও প্রত্যাহার করা হয়েছিল। এ কারণে এটি পাকিস্তান সরকারের জন্য একটি বোঝা হয়ে উঠে।

গত বছরের শেষের দিকে নিলামের জন্য রাখা হয় এটি। তখন ভবনের দাম উঠেছিল প্রায় ৬৮ লাখ ডলার। একপর্যায়ে ওই নিলাম বাতিল করা হয়। দ্বিতীয় রাউন্ডে ৭১ লাখ ডলারে হাফিজ খানের কাছে এ ভবন বিক্রি করা হয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অন্যান্য পাকিস্তানি সম্পত্তি বিক্রির বিষয়ে যে কোনো জল্পনা-কল্পনার অবসান হওয়া উচিত। নতুন মালিক ভবনটি বিক্রির অনুমোদনের জন্য পাক প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ