এম.কলিম উল্লাহঃ
বাংলাদেশ সরকার অনুমোদিত দক্ষিণ-পূর্ব এশিয়ার হাফেজে কুরআনদের সর্ববৃহৎ সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টেকনাফ থানা শাখার উদ্যোগে মুফতি মোঃ কিফায়ত উল্লাহ শফিকের তত্বাবধানে আগামী ৫ অক্টোবর হতে টেকনাফে ৬দিন ব্যাপী হিফ্জ শিক্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায় টেকনাফের ইতিহাসে এই প্রথম হিফ্জ শিক্ষক প্রশিক্ষণ কোর্স আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
হুফফাজুল কোরআন ফাইন্ডেশন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ, মাওঃ, ক্বারী, জামাল উদ্দিন তৌহিদ গণমাধ্যমকে জানান, বিশিষ্ট আরবি সাহিত্যিক, টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া সহ অসংখ্য মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম, ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আবদুর রহমান সাহেব (রাহঃ) এর অন্যতম খলিফা,শায়খূল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ কিফায়ত উল্লাহ শফিকের তত্বাবধানে ৫ অক্টোবর হতে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ ।
এতে প্রশিক্ষণ প্রদান করবেন, তানজিমুল কোররা বাংলাদেশ নির্বাহী সভাপতি ও জামেয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মৌলানা জহিরুল হক, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষক মৌলানা ক্কারী আব্দুল কাদের, সাবেক সিনিয়র ক্কারী তারতিলুল কোরআন মাদ্রাসা (আনোয়ারা চট্টগ্রাম) মৌলানা ক্কারী শফি উল্লাহ। ।
প্রশিক্ষনে আগ্রহীদের সভাপতি/সাধারন সম্পাদক অথবা নির্বাহী সভাপতি বরাবরে যোগাযোগের আহবান করা হয়েছে। এতে হাফেজ, মৌলানা, ইমাম, মুয়াজ্জিন সহ আগ্রহীগন অংশগ্রহন করতে পারবেন।
যোগাযোগঃ০১৮৩৪৮২০৯৫৮/০১৬২১১০২৫৬০/০১৮১১৬৩১৭১৭।