কক্সবাজারের রামুতে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯সেপ্টেম্বর) রামুর জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০টার সময় ৯সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী খেলার উদ্বোধন করেন বাংলাদেশ কক্সবাজার জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান এর সভাপতি ও কাবাডি খেলার আহবায়ক হোসাইনুল ইসলাম মাতবর।
কাবাডি (বালিকা) দলে চ্যাম্পিয়ান অর্জন করেন শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালক) দলে চ্যাম্পিয়ান অর্জন করেন
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়।
খেলা পরিচালনায় ছিলেন সুবির বড়ুয়া বুলু সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক ছৈয়দ আলম,জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি রামু উপজেলা যুগ্ন সম্পাদক সুকুমার বড়ুয়া ও জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোরহান উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হাকিম, সুমন কান্তি পাল,হোসনেরা বেগম। রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আঙ্গুরবালা দাশ। আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কান্তি দে,সিনিয়র শিক্ষক দানেসুল আলম,বেলাল আহমদ,মাস্টার ট্রেইনার শফিকুল ইসলাম,দীপান্নিকা বড়ুয়া,কাউছারুল হক,রমিজ আহমদ,সুদর্সন বড়ুয়া,জারাইতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদ উল্লাহ,রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিপন বড়ুয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,১০ সেপ্টেম্বর রামু উপজেলা পুকুরে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।সাঁতার প্রতিযোগীতা উদ্বোধন করবেন রামুু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা।